পটুয়াখালীর বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে সন্ত্রাসী হামলায় ২ সাংবাদিক সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিরাময় ডায়াগনেষ্টিক সেন্টারের সামনে হামলার এ ঘটনা ঘটে।
বাউফল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শহিদুর রহমান তালুকদার জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি কার্যালয় থেকে তারা মিছিল বের করে। নিরাময় ডায়াগনেষ্টিক সেন্টারের সামনে গেলেই ছাত্রলীগ-যুবলীগ এর শতাধিক কর্মী তাদের উপর হামলা চালায়। এতে দৈনিক জনকন্ঠ প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু, দৈনিক আমারদেশ প্রতিনিধি গোলাম রহমান, উপজেলা বিএনপি সাধারন সম্পাদক শহিদুর রহমান তালুকদার, যুবদল আহবায়ক হাসান মঞ্জু, বিএনপি যুব বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। তিনি জানান, তাদের ১০ নেতা-কর্মী বাউফল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে গ্রেফতার আতংকে আত্মগোপন করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনছে।
জনহন্ঠ প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু জানান, হামলাকারীদের ইটের আঘাতে তার একটি আঙুল ফেটে গেছে। তার ক্যামেরা রাস্তায় পরে ২ টুকরো হয়ে গেছে। আমারদেশ পটুয়াখালী প্রতিনিধি গোলাম রহমান জানান, ৮ থেকে ১০ হামলাকারী তাকে বেদম কিলঘুষি দিয়ে আহত করে ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে গেছে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নরেশ কর্মকার জানান, মিছিলে সামান্য ইট, পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পলিশ পরিস্থিতি নিয়ন্ত্রে নিয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনির হোসেন বাদল/পটুয়াখালী