পটুয়াখালী শহরের পুরান বাজারের শহীদ পলাশ লেনে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে মহিলা শিশু সহ আহত ৩ জন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বেলা ১২টার সময় শহরের পুরান বাজারের যুবলীগ নেতা মামুন মৃধার স্ত্রী সুমি দুপুরে রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার চুলা ধরাতে গেলে হটাৎ করে আগুন ধরে যায় । তার চিৎকারে সুমির স্বামী মোঃ মামুন মৃধা এগিয়ে আসলে এবং তার দের বছরের শিশু আফরিন আগুনে ঝলসে যায় । এলাকা বসি দমকল বাহিনীকে খবর দিলে দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থালে পৌছে তাদেরকে চিকিৎসার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায় । দমকল বাহিনী জানায় গ্যাসের পাইপ লিগ থাকায় এয় দুর্ঘটনা ঘটে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনির হোসেন বাদল/পটুয়াখালী