র্যাব-৮, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর ক্যাম্পের একটি বিষেশ দল মঙ্গলবার বেলা ১২টায পটুয়াখালীর টাউন কালিকাপুর বাধঁঘাট থেকে শীর্ষ সন্ত্রাসী মোঃ গোলাম মাওলাকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ তাকে আটক করে।
পটুয়াখালী র্যাব এর উপ-পরিচালক কোম্পানির অধিনায়ক লেঃ কমান্ডার নূর-উজ-জামান জনায়,গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সন্ত্রাসী গোলাম মাওলা অস্ত্রগুলি সহ পটুয়াখালীর সদর থানার টাউন কালিকাপুর নতুন বাধঁঘাট এলাকায় সন্ত্রসী কর্মকার্ন্ড ঘটনার উদ্দেশ্যে পটুয়াখালী অটোরিক্সাচালক বহুমুখি সমবায় সমিতির অফিসে আবস্থান করছে। পটুয়াখালীর র্যাব এর একটি অপারেশনাল দল লেঃ কমান্ডার নূর-উজ-জামানের (এক্স) বিএন এর নেতৃত্বে গতার মঙ্গলবার বেলা ১২ টার সময় তাকে আটক করে। সন্ত্রাসী গোলাম মাওলা মারামারিতে প্রশিক্ষন প্রপ্ত এবং মার্শাল আর্ট জানায় গ্রেফতারের সময় র্যাবের সাথে তার ধস্থা ধস্থি হয় এতে র্যাবের দুই সদস্য আহত হয়।তার কাছ থেকে ৭.৬এমএম পিস্থল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোলাম মাওলা ছিল পটুয়াখালী জেলার শীর্ষ সন্ত্রাসী দক্ষিনাঞ্চলের ডাকাত দলের আন্যতম সদস্য তিনি আর জানান, ২০০০সালে প্রকাশ্যে অস্ত্রের মুখে শহরের চৌরাস্তা এলাকার ব্যবসায়ী সেকান্দার হাওলাদারকে কুপিয়ে হত্যা করে। সেই হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী গোলাম মাওলা।
প্রায় সাড়ে ৩বছর কারাভোগের পর হাইকোর্টে অপিল করে জামিনে বর হয়ে ।
র্যাব এর সুত্রে আরো জানাযায় যে বরিশাল পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কে বিভিন্য পয়েন্ট অস্ত্র ঠেকিয়ে চাঁদাবাজির নেপথ্যের নায়ক ছিল মাওলা তার নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনি ছিল সে তার সন্ত্রাসী বাহিনি দিয়ে বিভিন্য অপকর্ম চালিয়ে আসছিল এতদিন।
পটুয়াখালীর সদর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মনিরুউজ্জামান জানায় সন্ত্রাসী গোলাম মাওলা পটুয়াখালী সদর থানায় ৮টি মামলা রয়েছে এর মধ্যে ডাকাতি মামলার সংখ্যা বেশি।
তিনি আরও জানান কালিকাপুর এলাকার ত্রাস হিসাবে পরিচিত ছিল গোলাম মাওলা তার আটকে এলাকাবাসী স্বস্থির নিঃস্বাস ফেলেছে।
সন্ত্রাসী গোলাম মাওলা মৃধা পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার মৃধা বাড়ির নুরুল হক মৃধার ছেলে।
প্রসঙ্গত, পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি)আসনের সংসদ সদস্য ও মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী এড্যভোকেট মোঃ শাহজাহান মৃধার ভাইয়ের ছেলে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ মনির হোসেন বাদল/পটুয়াখালী