মো: জাকির হোসেন, পটুয়াখালী    

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার উপজেলা যুব দলের সভাপতি আক্কাস গাজীর হাতের কব্জির রগ কেটে দিয়েছে  ছাত্রলীগের সন্ত্রাসীরা। আক্কাস গাজীর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৮ টার দিকে আক্কাস গাজী ওপৌর যুব দলের সাংগঠনিক সম্পাদক রফিক  অটো রিক্সাকরে বাসা থেকে কলাপাড়া পৌর এলাকার সদর রাস-ায় পৌছলে কলাপাড়া এমবি কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক  হাসিব গাজী ও ছাত্রলীগ নেতা অভি গাজীর নেতৃত্বে ৫-৭ জনের এক দল সন্ত্রাসী গ্রুপ অটো থামিয়ে তাদের মারধোর শুরু করে।

একপর্যায়ে তারা  তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে আক্কাস গাজীর ডান হাতের কব্জির রগ কেটে ফেলে এ সময় ত াদের ধারালো  অস্ত্রের কোপে রফিকও গুরুতর জখম হয়।

গুরুতর অবস’ায় তাদের কলাপাড়া হাসপাতালে নেয়া হলেও অবস’া আংশকাজনক হওয়ায় রাতেই তাদেরকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here