গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি প্রতিনিধি ::
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।তবে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।
আজ রোববার সকাল সাড়ে ১১ টায় বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইটি বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার ভারতে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ভারত হিলি এক্সপোর্ট এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়শেন আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।
সে মোতাবেক শনিবার (৮ জুলাই) হিলি দিয়ে আমদানি রপ্তানি বন্ধ ছিলো। আজ রোববার (৯ জুলাই) থেকে দুই দেশের মাঝে আমদানি-রপ্তানি চালু হয়েছে।
এদিকে হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম জানান,ভারতের পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারি যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।