আ হ ম ফয়সল, ঢাকা
৫ ফেব্রুয়ারি রবিবার বাংলা একাডেমী আয়োজিত অমর একুশে গ্রন্থ মেলা ২০১২-এর পঞ্চম দিন। এ দিন মেলায় গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, গবেষণা, ছড়া, শিশুসাহিত্য, অন্যান্যসহ সর্বমোট ১৭১ টি নতুন বই এসেছে। মেলায় আজও দর্শনার্থীদের উপসি’তি ছিল চোখে পড়ার মত।
বিকেলে গ্রন্থমেলার মূলমঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ভাষা-শহীদ শফিউর রহমান ও আব্দুল জব্বার এবং ভাষা-শহীদ অহিউল্লাহ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন যথাক্রমে অভিধান বিশেষজ্ঞ জামিল চৌধুরী এবং গবেষক ড. তপন বাগচী। আলোচনা করেন গবেষক শফিকুর রহমান চৌধুরী, ড. শিহাব শাহরিয়ার এবং কথাসাহিত্যিক আন্দালিব রাশদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ছড়াকার ফয়েজ আহমদ।
আলোচকবৃন্দ বলেন, ভাষা-আন্দোলনে স্বল্পবিত্ত সাধারণ মানুষের জীবনদান প্রমাণ করে এই আন্দোলন প্রকৃতার্থেই গণআন্দোলন। শুধু ফেব্রুয়ারি মাসকেন্দ্রিক ভাষাপ্রেম নয়, বাংলা ভাষার প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠায় এখন প্রয়োজন বায়ান্নর শহীদদের মতো নিঃস্বার্থ আত্মত্যাগ। তাঁরা বলেন, ভাষা-শহীদদের জন্মস্থানে স্মারক সংগ্রহশালা নির্মাণে কয়েক বছর আগে সরকার যে পরিকল্পনা গ্রহণ করেছিল তা দ্রুত বাস-বায়ন করা প্রয়োজন।
সন্ধ্যায় ফকির আলমগীরের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ঋষিজ শিল্পীগোষ্ঠী।