ডেস্ক নিউজ :: জেনেভাভিত্তিক স্বাধীন মিডিয়া সংস্থা- এনজিও অ্যাডভাইজর বিশ্বের এক নম্বর এনজিও হিসেবে ২০২০ সালে ব্র্যাককে নির্বাচিত করেছে।

দৃঢ় নেতৃত্ব, শাসন কাঠামো এবং অব্যাহত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পরিচালনার মাধ্যমে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে এই এনজিও।

ব্র্যাক গ্লোবাল বোর্ডের চেয়ারম্যান আমিরাহ হক বলেন, ‘এই প্রশংসা প্রাপ্তির জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আমাদের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদকে ছাড়া ২০২০ সাল ব্র্যাক পরিবারের জন্য প্রথম বছর। আমরা এই স্বীকৃতিটি তার উত্তরাধিকারের যোগ্য হওয়ার জন্য স্মরণিকা হিসেবে গ্রহণ করিছি এবং সকল ধরনের শোষণ ও বৈষম্যমুক্ত বিশ্বের জন্য আমরা লড়াই চালিয়ে যেতে চাই।’

বাংলাদেশ ও এর বাইরে প্রায় পাঁচ দশকের অভিজ্ঞতার পর ব্র্যাক সম্প্রতি তাদের ২০৩০ কৌশল ঘোষণা করেছে। এই কৌশল বাস্তবায়নের জন্য ২০১৯ সালে নতুন একটি গ্লোবাল বোর্ড গঠনের কথা জানিয়েছে ব্র্যাক কর্তৃপক্ষ।

প্রভাব, উদ্ভাবন, পরিচালনা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে প্রতিবছর বিশ্বের শীর্ষ ৫০০ এনজিওর তালিকা প্রকাশ করে এনজিও অ্যাডভাইজর।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। ব্র্যাক এর দাবি অনুযায়ী বর্তমানে তাদের প্রতিষ্ঠানে প্রায় ০১ (এক) লক্ষ এর মত কর্মী কাজ করে থাকেন। তবে এদের মধ্যে ৭০ ভাগই নারী কর্মী। ব্র্যাকের পরিষেবার আওতায় আছে ১২৬ মিলিয়ন লোক। একটি সামাজিক উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্ব-তহবিলযুক্ত দুগ্ধ, খাদ্য, কৃষি, গবাধি পশুর খামার ও হস্তশিল্পসহ বিভিন্ন ধরনের প্রকল্প অন্তর্ভুক্ত করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here