মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি, পঞ্চগড় ::

পঞ্চগড় জেলায় তাপমাত্রা কমে যাওয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। হিমেল হাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়ের মানুষ। রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে পুরো এলাকা। গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কষ্টে দিন কাটাচ্ছেন নিম্নআয়ের মানুষ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।

এদিকে শীত বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। এদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালের আবাসিক ডাক্তার জানান,গত কয়েকদিন ধরে তীব্র শীতের কারণে শীতজনিত রোগে আত্রুান্ত বৃদ্ধ ও শিশুদের মধ্যে শিশুদের সংখ্যাই বেশী, তিনি শিশুদের যেন ঠান্ডা না লাগে এ জন্য পিতা-মাতাদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন ।

আজ ভোর ৬ টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর-পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ফলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ জেলায়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ।

সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে বলে এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here