মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি, পঞ্চগড় ::

পঞ্চগড়ের বোদায়‘‘ক্ষেত থেকে আনা কৃষকের পণ্য, সুলভমূল্যে জনগণের জন্য’’ প্রতিপাদ্যে ন্যায্যমূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে। পঞ্চগড় জেলা প্রশাসনের উদ্যোগে কার্যক্রম পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

বোদা বাজারের থানা রোড সংলগ্ন শুক্রবার (২২ নভেম্বর) এ বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির। এ সময় সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ, বোদা বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক জাভেদ মজুমদার খসরু উপস্থিত ছিলেন।

সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়ের স্বেচ্ছাসেবীরা সরাসরি চাষিদের কাছ থেকে সবজি কিনে এনে বাজারের তুলনায় কম মূল্যে বিক্রি করছে। বাজারে আলুর কেজি ৭৫ টাকা হলেও ন্যায্যমূল্যের বাজারে ৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে প্রতিটি লাউ ১০ থেকে ১৫ টাকা, মুলা ৩০, কাঁচামরিচ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির বলেন, সাধারণ মানুষের সুবিধার্থে ও ন্যায্যমূল্যে বাজার করতে প্রতিদিন দোকান থেকে বিভিন্ন প্রকার সব্জি বিক্রি চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here