মো.সফিকুল আলম দোলন, জেলা প্রতিনিধি, পঞ্চগড়  ::

পঞ্চগড়ে গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার সকাল ৯টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। পঞ্চগড়ে নদীগুলো কানায় কানায় ভরে গেছে । কোথাও কোথাও নীচু রাস্তাগুলো পানি উঠেছে । কোথাও কোথাও নিচু এলাকায় কিছু কিছু বাড়ির উঠানে পানি ঢুকে গেছে। অনেক কৃষকের মাছ চাষের পুকুরগুলোও পানি ঢুকে মাছ সরে গেছে বলে ধারণা করছেন কৃষকরা। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাত না থাকলেও কখনো হালকা মাঝারি ও মুষলধারায় বৃষ্টিপাত হচ্ছে।

এতে জনজীবনে কিছুটা স্থবিরতা দেখা গেছে। প্রয়োজনে অনেকেই ছাতা নিয়ে বের হচ্ছে। এদিকে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অন্যদিনের তুলনায় মানুষের উপস্থিতি অনেকটাই কম লক্ষ করা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, তীব্র তাপদাহের পর জেলায় স্বস্তির বৃষ্টি হয়েছে।

এদিকে গত শনিবার (৬ জুলাই) থেকে রোববার (৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এদিকে রোববার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পরবর্তী ৩ ঘণ্টায় ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। সরবমোট গত ২৭ ঘণ্টায় ১৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি আরো বরেন, এই বৃষ্টিপাত থাকতে পারে আরো কয়েকদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here