ঢাকা: রাজধানীর কাঁটাবন এলাকায় আনোয়ার (৩০) নামে এক ব্যক্তি নিজ পকেটে থাকা হাতবোমা বিস্ফোরণে ক্ষতবিক্ষত হয়ে গেছেন।

রোববার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় আনোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্তক কর্মকর্তা (তদন্ত) আব্দুল জলিল  জানান, আনোয়ার নামে ওই ব্যক্তি নিজের প্যান্টের পকেটে হাতবোমাটি বহন করছিল।

কিন্তু হঠাৎ বিকট শব্দে সেটির বিস্ফোরণ ঘটে। এতে ক্ষতবিক্ষত হয়ে যায় যুবটি।

এ ঘটনার পর তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, কর্তব্যরত চিকিৎসক জানিয়েছে আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক। আহতের নাম ছাড়া আর কিছু জানা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here