Shilu Jaman
বিভীষিকাময় রাত
শিলু জামান
 
পঁচিশে মার্চ এলে শুনতে পাই শুধু কান্না ,
আর পুরনো রক্তের গন্ধ মাখা আর্তচিৎকার,
চোখ ভিজে যায় অজানা কবরে তাকিয়ে,
ভয়ঙ্কর সে রাতের কথা মনে করিয়ে দেয়
কি নৃশংসতায় মেতেছিলো হায়েনাদের দল।
 
মৃত্যুগুলো এখনো চিৎকার করে বলে
আমি বাঁচতে চাই হাজার জনতার ভীড়ে
আকাশে বাতাসে ভেসে বেড়ায় সে কান্না
শোনেনি পিশাচ হায়েনার বাচ্চারা
একে একে ধ্বংস করেছিলো স্বাধীন বাংলা ।
 
ইতিহাস বলে সেই মৃত্যুপুরির কথা
যে রাতে লাশের স্তুপে ঢেকে ছিলো,
শহরগুলো ছিলো আলোহীন অন্ধকার ,
বীভৎস সেই রাতের নৃশংস হত্যাকাণ্ড
এখনো শিউরে দেয় প্রতিটি লোমকুপ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here