নড়াইল মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের উদ্যোগে জাতীয় ও মুক্তিযোদ্ধা পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি ও গণকবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সকাল ১০টায় একটি বিজয় র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে শেষ হয়। পরে জেলা শিল্পকলা অডিটরিয়ামে আলোচনা সভায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ইউনিটের সভাপতি এস এ বাকীর সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জহুরুল হক, বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ইউনিটের সভাপতি গোলাম কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার উজির আলী খান, আমির হোসেন, এ্যাডঃ গোলাম নবী, আলহাজ্ব আবুল কালাম আজাদ, এ্যাডঃ মোল্যা খবির উদ্দিন, জেলা জাসদের সভাপতি এ্যাডঃ হেমায়েত উল্লাহ হিরু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক এ্যাডঃ নজরুল ইসলাম, সাখাওয়াত হোসেন রানা, আরতী সাহা প্রমূখ। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও জারীগানের আসর বসে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতবৃন্দসহ কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।
এদিকে নড়াইল মুক্ত দিবস উপলক্ষে নড়াইল চিত্রা থিয়েটার ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে।
একাত্তরের এই দিনে যেভাবে মুক্তি সেনারা সরাসরি যুদ্ধের মাধ্যমে নড়াইলকে পাক হানাদার মুক্ত করেছিলেন। ঠিক একইভাবে এবারে মুক্ত দিবসে তৎকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার ও যোদ্ধারা অভিনয় করে এ প্রজন্মকে দেখান। এছাড়াও গণকবর ও বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, শোভাযাত্রা, ১০মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা প্রদান, মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ, গণ সংগীত ও কবিতা এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আবদুস সাত্তার/নড়াইল