নড়াইল চৌরাস্তায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের দুটি গ্রুপ একই সময়ে একইস্থানে সভা আহবান করায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বুধবার সকাল ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খন্দকার হাসনাত তারিক। এদিকে ১৪৪ ধারা জারি করায় জেলা বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানটি নড়াইল পুরাতন বাসটার্মিনালে সম্পন্ন করে।
জানাগেছে, নড়াইল চৌরাস্তায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে নবগঠিত জেলা যুবদলের নতুন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অপরদিকে সদর ও পৌর শাখা যুবদল শহীদ জিয়াউর রহমানের ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এঘটনায় বিশৃংখলা এড়াতে বিএনপি অফিসের ২০০ গজের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোঃ হাসনাত তারিক ১৪৪ ধারা জারি করেন। জেলা তথ্য অফিসের মাধ্যমে ১৪৪ ধারা জারির ঘোষণা মাইকিং করা হয়। পরে জেলা যুবদলের সংবর্ধনা অনুষ্ঠানটি পুরাতন বাসটার্মিনালে একটি ট্রাকের ওপর মঞ্চ তৈরি করে সম্পন্ন করে। নবগঠিত জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের শিকদার, জেলা বিএনপির সহসভাপতি তবিবুর রহমান মনু জমাদ্দার, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুনিরুল ইসলাম, জেল যুগ্ম সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, পৌর বিএনপির সাধারন সম্পাদক রেজাউল খবীর, জেলা শ্রমিক দলের সদস্যসচিব মুশফিকুর রহমান বাচ্চু, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক নবীর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাজান সিদ্দিকী টিটো, লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক ফেরদৌস রহমান, কালিয়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শিহাব উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ প্রমূখ।
জেলা যুবদলের সুত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারী মশিয়ার রহমানকে সভাপতি ও শাজাহান সিদ্দিকি টিটোকে সাধারন সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট জেলা যুবদলের কমিটি ঘোষণা করে কেন্দ্রিয় কমিটি। কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি শেখ সিহাব উদ্দিন,কিয়ামুল হাসান, যুগ্নসম্পাদক মুশফিকুর রহমান মিঠু , এই এম পারভেজ ও সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব। এই কমিটিকে স্বাগত জানিয়ে গত ২০ জানুয়ারী জেলা শহরে বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়।
এদিকে বিদায়ী আহব্বায়ক কমিটির আহব্বায়ক ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আলী হাসান নিজে ও তাঁর সমর্থকরা পদবঞ্চিত হয়ে ক্ষুব্ধ হন। ফলে কমিটি গঠনের এই মতদ্বৈততায় ঘটনা বলে দলীয় সুত্রে জানা গেছে। বিদায়ী কমিটির আহব্বায়ক আলী হাসান অভিযোগ করেন, ”বিএনপির সিনিয়র নেতাদের কাছে দল জিম্মি হয়ে পড়েছে। স্থানীয়ভাবে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন না করে সিনিয়র নেতারা আমাদের বাদ দিয়ে কেন্দ্র থেকে কমিটির অনুমোদন করিয়ে নিয়েছে।”
নতুণ ঘোষিত জেলা যুবদলের সাধারন সম্পাদক শাহজাহান সিদ্দিকী টিটো পাল্টা অভিযোগ করে বলেন, ”আগের আহব্বায়ক (আলী হাসান) জেলা যুবদলের কমিটিতে অন্তর্ভুক্তির কথা বলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছ থেকে অর্থ নিয়েছে । কিন্তু কমিটিতে অন্তর্ভুক্তির করতে ব্যর্থ হয়ে সংগঠনবিরোধি কর্মকান্ড পরিচালনা করছে। বিষয়টি কেন্দ্রে জানানো হয়েছে। তাদের সাথে নিজেরা ছাড়া কেউ নেই। ”
এদিকে আলী হাসান’র সমর্থক কর্মসূচির আহব্বায়নকারী সদর উপজেলা যুবদলের যুগ্ন আহব্বায়ক কামরুজ্জামান দাবি করেন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভাটি ১৪৪ ধারার ফলে চৌরাস্তায় করতে না পালেও পরে ভওয়াখালী এলাকার আশরাফ চত্বরে করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আবদুস সাত্তার/নড়াইল