নড়াইলে সড়ক দুর্ঘটনায় সবুজ (১৮) নামের এক কিশোর নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় নড়াইল-যশোর সড়কের ভাংগুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সন্ধ্যার সময় সবুজ মটর সাইকেল চালিয়ে নড়াইলের উদ্দেশ্যে নড়াইল-যশোর সড়কের ভাংগুড়া বাজারে উঠতে গেলে যশোরগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। নিহত সবুজ লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের ফায়েক মোল্যার ছেলে। তার মৃত্যুর খবর বাড়িতে পৌছালে শোকের ছায়া নেমে এসেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আব্দুস সাত্তার/নড়াইল