নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে পুলিশের আগ্নেয়াস্ত্র (চাইনিজ রাইফেল) ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে একলাছ মোল্যা (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের বারইপাড়া গ্রামের ইউনুস মোল্যার পুত্র। বৃহস্পতিবার বেলা সাড়ে ৩ টার দিকে আদালত সড়কের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে শাহানাজ (৩০) নামে এক সহযোগিকে নিয়ে একলাছ মোল্যা আদালতের সামনে টহলরত পুলিশের নিকট থেকে একটি আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় বাধা দিতে গেলে ছিনিয়ে নেয়া অস্ত্র দিয়ে পুলিশ কনস্টেবল শাহানুর এবং এক পথচারীকে আঘাত করে। পরে পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করে একলাছকে আটক করে গণধোলাই দেয়। তবে শাহানাজ পালিয়ে যেতে সক্ষম হয়। অস্ত্র ছিনতাইকারী একলাছ এবং আহত পুলিশ সদস্য শাহানুরকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে নড়াইল থানার ওসি রফিকুল ইসলাম  ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এখলাছ মোল্যার  বিরুদ্ধে অস্ত্র ছিনতাই চেষ্টার মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে পুলিশ আটক করতে সক্ষম হয়েছে।

এদিকে এখলাজের গ্রামের বাড়িতে খোঁজখবর নিয়ে জানাগেছে, সে (এখলাজ) সেনাবাহিনীতে চাকুরী করতো। ২০০৭ সালে আইভোরিকোস্টে জাতিসংঘের শান্তিমিশনে যায়। ৩/ ৪ মাস আগে অবসরে এসেছে বলেও একটি সুত্র জানায়।  একটি হায়হায় কোম্পানীতে এখলাজ মোল্যঅ সমপ্রতি তার উপার্জিত অর্থের অধিকাংশ লগ্নিকরে পথে বসেছে। এ নিয়েও সে মানষিকভাবে ভারসাম্য হারিয়ে বসেছে বলে এলাকাবাসীসুত্রে জানাগেছে। এলাকায় নিবীহ প্রকৃতির হলেও হঠাৎ করে এ ধরনের ঘটনার খবরে এলাকাবাসী বিষ্মিত হয়েছেন।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আবদুস সাত্তার/নড়াইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here