র‌্যাব সদস্যরা শুক্রবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রাম থেকে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। আটক কাজল বড় আঁচড়া গ্রামের শুকুর আলীর ছেলে।

জানা গেছে, নড়াইলের গোবরা গ্রামের মৃত. বিপব শেখের স্ত্রী তাছলিমা বেগম তার শিশু কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে বলে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১০। তারিখ ১২/১/২০১২। এরপর তাছলিমা র‌্যাবের কাছে গত ৩০ জানুয়ারি তার শিশু কন্যাকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার ও জানমালের নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভিত্তিকে শুক্রবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামে অভিযান চালিয়ে শিশু কন্যাকে উদ্ধার এবং কাজলকে আটক করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/সিরাজুল ইসলাম সিরাজ/যশোর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here