আবদুস সাত্তার, নড়াইল

লোহাগড়ায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে ও তার বাবাকে বেধড়ক হাতুড়ি পেটা করেছে সন্ত্রাসীরা। তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রোববার সন্ধ্যায় তিনজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। প্রত্যক্ষদর্শী ও মামলা সুত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার শুরুসুনা গ্রামের রফিকুল ইসলাম হিরক শনিবার দুপুরে মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাছমিয়া আকতারকে সঙ্গে নিয়ে লোহাগড়া বাজারে আসছিলেন। পথে ছত্রহাজারী বাজারের কাছে পৌঁছলে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসী শুরুসুনা গ্রামের মুন্সী মাহাবুর রহমানের ছেলে মিলন, মোস-াক ও মফিজ তাদের গতিরোধ করে হিরোককে টেনে হিচড়ে রাস-ার পাশে নিয়ে হাতুড়ি পেটা করতে থাকে। এসময় তাছমিয়া বাঁধা দিলে সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে ও হাকুড়িপেটা করে আহত করে।

ঘটনাস’ল পরিদর্শনকারী লোহাগড়া থানার এসআই জুলফিকার আলী বলেন, পারিবারিক শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে। লোহাগড়া থানার ওসি আব্দুর রকিব খান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের আটকের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here