নড়াইলের লোহাগড়ায় ক্ষমতাসীন আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন আহত হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ জনকে আটক করেছে। শহরে উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, লোহাগড়া পৌর কাউন্সিলর মোজাম খান ও উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুল আলমের রাজনৈতিক বিরোধের জের ধরে গতকাল শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে দু’গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে পৌর শহরে মহড়া দেয়। এ সময় লক্ষীপাশা খেয়াঘাট এলাকায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ ঠেকাতে যায়। এসময় লোহাগড়া থানার এএসআই সোহেল রানা (৩৭), যুবলীগ কর্মী আনিচুর রহমানসহ(৩২) ৫ জন আহত হন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব খান জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/আবদুস সাত্তার/নড়াইল