ডেস্ক রিপোর্ট::  কিশোরগঞ্জের মিঠামইনে মাছ ধরার নৌকার সঙ্গে পর্যটকবাহী স্পিডবোটের ধাক্কায় ৪ বছরের এক শিশু নিখোঁজ হয়। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের পশ্চিম পাশের ঘোড়াউত্রা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু হুসরাতুল জান্নাত বুশরা (৪) জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকার নাসির উদ্দিনের মেয়ে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারী এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে কিশোরগঞ্জের মিঠামইন থেকে ১৪ জন পর্যটক নিয়ে একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বালিখলার দিকে যাত্রা করে। পথে রাত আনুমানিক পৌনে ৮টার দিকে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস এলাকার পশ্চিম পাশের ঘোড়াউত্রা নদীতে মাছ ধরার নৌকার সঙ্গে স্পিডবোটের ধাক্কায় বোটে থাকা ১৪ জন যাত্রী পানিতে পড়ে যায়। তাদের মধ্যে ১৩ জন সাতরে সেনানিবাসের ঘাটে উঠলেও চার বছর বয়সী শিশু হুসরাতুল জান্নাত বুশরা ডুবে নিখোঁজ হয়। নিখোঁজ শিশুটিকে উদ্ধারের জন্য মিঠামইন ফায়ার সার্ভিসের কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল নিকলি ফায়ার স্টেশনে অবস্থান করছে।

রাতে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বলেন, আমাদের ডুবুরি দল সকালে উদ্ধার অভিযান চালাবে।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here