নোয়াখালী চর এলাহী ইউনিয়নের চরকলমী গ্রামে চিংড়ি ঘের ভূমিদস্যু ও ভূমিহীনদের দু’গ্রুপের মধ্যে গত ২’দিনে ভূমিদস্যুদের সন্ত্রাসীরা ভূমিহীনদের ২০টি বসত ঘর ভাংচুর করে। গত দুই দিনে চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া ও জাপানী শাহজাহান ভূমিহীনদের উচ্ছেদ করে চিংড়ি ঘের সমপ্রসারণ করতে গেলে ভূমিহীনরা চিংড়ি ঘের মালিকদের কে বাঁধা দিলে এই ঘটনা ঘটে।
কোম্পানীগঞ্জ থানায় প্রভাবশালীদের চাপের মুখে ভূমিহীনদের মামলা রেকর্ড করেনি। আহত সালমা খাতুন (৪০), নাজমা বেগম (৩৫), রাবেয়া আক্তার (৩৫), শেফালী বেগম (২১), সাহারা বানু (৪০), সাদ্দাম হোসেন (২২), হোরণ (৫০), বশির (৪০), খোকন মিয়া (৩৬), হাবিব উল্যা (৩৮), আবদুল হালিম (৩৫), কাশেম (৪২) কে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতদের মধ্যে সালমা খাতুন, শেফালী বেগম ও রাবেয়া আক্তারের অবস্থা আশংকাজনক। অপর আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষ চলাকালীন অবস্থায় থানায় সংবাদ গেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
থানার ভারপ্রাপ্ত এমরান আলী পিপিএম ও আহতরা জানান, চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান তোতা মিয়া ও জাপানী শাহজাহান সরকারের অনুমতি না নিয়েই রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ ভাবে প্রায় ৫’শ একর খাস জমিতে গত ২ বছর ধরে চিংড়ি ঘের গড়ে তোলে। ওই চরাঞ্চলে হাতিয়া, মনপুরা ও ভোলার নদী ভাঙ্গনের কবলে পড়ে সর্বস্ব হারিয়ে প্রায় ১০ হাজার গৃহহীন চর এলাহী, উড়িরচর ও চর লেংটা খাস জমিতে স্বপরিবারে বসবাস করে আসছে। চেয়ারম্যান ভূমিদস্যু তোতা মিয়া ও জাপানী শাহজাহান তাদের চিংড়ি ঘের সমপ্রসারণ করতে গেলে গত শুক্রবার ও শনিবার দফায় দফায় তাদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ভূমিহীনদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করতে যায়। ভূমিহীনরা সংঘবদ্ধ হয়ে ভূমিদস্যুদের বাঁধা দিতে গেলে দু’গ্রুপে সংঘর্ষে এই ঘটনা ঘটেছে। এক পর্যায়ে ভূমিদস্যুদের সন্ত্রাসীরা এলোপাতাড়ি ভূমিহীনদেরকে পিটিয়ে তাদের ২০টি বসত ঘর ভাংচুর করে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি করে। আহতদের চিৎকারে এলাকার লোকজন থানায় সংবাদ দেয়। থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ভূমিদস্যুদের সন্ত্রাসীদের লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ দিকে থানার এস আই রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চর এলাহী ইউনিয়নের চরকলমী গ্রামে ভূমিদস্যুদের হামলায় ভূমিহীনদের সাথে সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলে গিয়ে লাঠি চার্জ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মুহাম্মদ রহমত উল্যাহ/নোয়াখালী