বেগমগঞ্জের শরিফপুর ইউনিয়নের উত্তর খানপুরে এক প্রবাসীর বাড়িতে দূর্র্ধষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ টাকা স্বর্নালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় তাদের পিটুনিতে এক মহিলা আহত হয়। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
শরিফপুর ইউপি চেয়ারম্যান বাহার উল্যাহ চৌধুরী জানান, খানপুর গ্রামের শিকারী বাড়ির প্রবাসী আবুল কালামের ঘরে মঙ্গলবার গভীর রাতে একদল দূবৃত্ত হানা দেয়। তারা জোর পূর্বক ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ ২৫ হাজার টাকা ৩ ভরি স্বর্নালংকারসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দেয়ায় দূবৃত্তরা পিটিয়ে ও শ্বাস রোধ করে আবুল কালামের স্ত্রী আলেয়া বেগমকে হত্যার চেষ্টা করে। ঘরের লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে দূবৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই বেগমগঞ্জ মডেল থানার এস.আই সুমন ঘটনাস্থল পরিদর্শন করেন। আবুল কালামের ভাই জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, আমাদের সাথে ২০০৯ সাল থেকে জায়গা জমি নিয়ে প্রতিবেশী কামাল ও হারুনদের সাথে বিরোধ রয়েছে। তারা এ ঘটনা ঘটাতে পারে বলে আমাদের ধারণা।
এ ব্যাপারে বেগমগঞ্জ মডেল থানার ওসি আমিরম্নল আলমের সাথে আলাপ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ হাসান ইমাম রাসেল/নোয়াখালী