নোয়াখালী: নোয়াখালীর হাতিয়ায় ধান কাটাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৮ জন আহত হয়।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাতিয়ার কেরিংচরের হাসিনা বাজার এলাকায় জমিতে ধান কাটার সময় প্রতিপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এর মধ্যে হাসপাতালে নেয়ার পথে শফিকুর রহমান এবং আমিনুল হক নামের দুই জন মারা যায়।
এ ছাড়া গুরুতর আহত অবস্থায় ২ জনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।