নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট বাজারে বিএনপি’র প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ কর্মীদের হামলায় ৯ বিএনপি কর্মী আহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, বিএনপি কর্মী জসিম উদ্দিন, হোসেন, ফারুক, সুমন, মামুন ও হাসেম, মনির। তাদের কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দু’জনের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে কবিরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠি চার্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাশ পাল কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর ফাঁকির অভিযোগে এনবিআরের উপ-কর কমিশনার শাহ মোহাম্মদ ইফতেদা হাসান রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, মওদুদ আহমদ তার আয়কর বিবরণীতে ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৯টি করবর্ষে মোট ২৭ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৭৮ টাকার আয় গোপন করেন। এর ওপর প্রযোজ্য কর ৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা আয়কর ফাঁকি দেন তিনি। এর মামলার প্রতিবাদে কবিরহাট বাজারে রোববার বিকেলে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সন্ধ্যা ৭টার সময় ওই সমাবেশে আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্মীরা হামলা চালায়।

কবিরহাট উপজেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসসি জানান, প্রতিবাদ সমাবেশে সন্ধ্যা ৭টার সময় উপজেলা আওয়ামী লীগের কর্মী নজরুল, ছাত্রলীগ নেতা মাসুদ, শাহেদ ও সুজনের নেতৃত্বে ৭০/৮০ জন সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়। আমাদের কর্মীরা কিছু বুঝে উঠার আগেই তারা এ হামলা চালায়। তিনি আরো জানান, হামলাকারীরা এ সময় ৬টি মটরসাইকেল, ২টি বাস ও ২টি সিনজি চালিত গাড়ি ভাংচুর করে ।

বিএনপি সভাপতির বক্তব্য অস্বীকার করে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র জহিরুল হক রায়হান জানান, ‘আওয়ামীলীগের কোন কর্মী প্রতিবাদ সমাবেশে হামলা করেনি’’।

এ ঘটনায় কবিরহাট বাজারে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কবিরহাট বাজারে থম থমে অবস্থা বিরাজ করছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মুহাম্মদ রহমত উল্যাহ/নোয়াখালী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here