নোয়াখালী প্রতিনিধি ::
বিদ্যালয়ে আসা যাওয়া সুবিধার জন্য নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র ছাত্রীদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ৫ জন ছাত্রীর মাঝে বাই সাইকেল, ৬০জন ছাত্রীকে স্কুল ব্যাগ ও ১০ জন ছাত্রীকে স্কুল ইউনিফর্ম দেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়নে চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বাই-সাইকেল বিতরণ করা হয়।
সাইকেল,স্কুল ব্যাগ, স্কুল ইউনিফর্ম গুলোর অর্থায়ন করেন প্রবাসী রহিম উল্যাহ ফরাজী।
মোহাম্মদ শামছুজ্জামান সভাপতিত্বে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম সুমন। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।
দরিদ্র শিক্ষার্থীরা বিনা মূল্যে বাই-সাইকেল,স্কুল ব্যাগ ও ইউনিফর্ম উপহার পেয়ে খুবই আনন্দিত।
ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তানিয়া আক্তার বলেন, আমাদেরকে বহু দূর থেকে প্রতিদিন পায়ে হেঁটে বিদ্যালয়ে আসতে হতো। এতে আমাদের খুবই কষ্ট হত। পরিবার অর্থনেতিক ভাবে দুর্বল হওয়ায় পরিবহনে যাতায়াত সম্ভব ছিল না।অনেক সময় ঠিক মতো ক্লাসে যোগ দিতে পারতাম না। আসা যাওয়ায় অনেক সময় কারণে অনেকদিন স্কুলে আসতে পারিনি। সাইকেল পাওয়া আমাদের অনেক উপকার হয়েছে।