মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::  
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর মজিদ ভূইয়ারহাট বাজারের  মার্কেটে আগুনে পুড়ে ২৫টি দোকান ছাই গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে কাইয়ুম মটরস এর নগদ ২৪ লক্ষ টাকা সহ প্রায় তিন কোটি  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। খবর পেয়ে সুবর্ণচর ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার ভোরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে ।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোরে নামাজ পড়তে উঠে আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাদের ধারণা  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের স্থানীয় ব্যবসায়ীরা এসে আগুন নেভানোর কাজে যুক্ত হন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। এর মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ২৫টি দোকান পুড়ে যায়।
কাইয়ুম মটরসের মালিক আবদুল কাইয়ুম জানান, রাত সাড়ে বারোটার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। ভোরে স্থানীয়দের ফোন পেয়ে বাড়ি থেকে এসে দেখেন দোকানে ক্যাশে থাকা নগদ ২৪ লক্ষ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।  বাকী হিসাবের খাতা, বিভিন্ন  কোম্পানির হিসাব নিকাশের সবকিছু পুড়ে গেছে। তিনি কয়েকটি কোম্পানির ডিলারশিপ নিয়েছেন, তাদের হিসাবের খাতা ও পুড়ে ছাই হয়ে গেছে।
সুবর্ণচর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুন নবী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং ৫টি দোকান আংশিক পুড়ে যায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তিনি আরো বলেন, তবে কোন দোকান থেকে প্রথমে আগুন ছড়িয়েছে তা জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here