হাসান ইমাম রাসেল, কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধি :
মহান বিজয় দিবসকে স্মরণ করে শনিবার সন্ধ্যায় নোয়াখালীতে প্রেসক্লাব কোম্পানীগঞ্জের উদ্যোগে ৫০জন অসহায় দ:ুস’দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে এ শীত বস্ত্র বিতরণ করেন।
প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক রতি লাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সহকারী কমিশনার (ভূমি) সাহেদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি প্রশান্ত সুভাষ চন্দ, সম্পাদক হাসান ইমাম রাসেল ও সিরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী চৌধুরী প্রমুখ।
বক্তাগণ মহান বিজয় দিবসে এ উদ্যোগ গ্রহন করায় প্রেসক্লাবের সকল সদস্যকে ধন্যবাদ জানান।