নোয়াখালীতে সাত মাসে ৩০ নারী ধর্ষণ, ধর্ষণের পর ৭ জনকে হত্যা

ডেস্ক রিপোর্টঃঃ  নারী অধিকার জোটের পরিসংখ্যান অনুযায়ী গত ৭ মাসে নোয়াখালীতে ৩০ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণ পরবর্তী হত্যার শিকার হয়েছেন সাতজন।

সম্প্রতি নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে নোয়াখালীতে সাম্প্রতিক নারীর প্রতি সংঘটিত সহিংসতা ও নির্যাতন সংক্রান্ত নাগরিক প্রতিবেদনে এ তথ্য জানায় সংগঠনটি। নারীর প্রতি সহিংসতা রুখে দাও-এ স্লোগানে গত ৭ মাসে ঘটে যাওয়া নারী নির্যাতনের চিত্র তুলে ধরেন নোয়াখালী নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভিন।

লিখিত বক্তব্যে লায়লা পারভিন বলেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত জেলায় ৩০টি ধর্ষণ, ৭টি ধর্ষণের পর হত্যা, যৌতুকের জন্য নির্যাতন ৭টি, অপহরণ ৩ ও বিভিন্ন ঘটনায় ১২ জন হত্যার শিকার হয়েছে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা নারী অধিকার জোটের সদস্য নাসিমা মুন্নি, অ্যাডভোকেট কল্পনা রানী, মনোয়ারা বেগম মিনু, ফরজানা তিথি প্রমুখ।

বক্তারা জেলায় সম্প্রতি ঘটে যাওয়া নারী নির্যাতনসহ সব ধরনের সহিংসতার প্রতিবাদ জানিয়ে এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে নির্যাতিতার সুবিচার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতের দাবি জানান।

এসময় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here