মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি:: নোয়াখালীর চাটখিলে নবম শ্রেণির এক শিক্ষার্থীর পিতার থেকে মুচলেকা নিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার উপজেলার দশঘরিয়া গ্রামের জয়নাল মাষ্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার রাতেই চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম জানতে পারেন, উপজেলার দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর গায়ে হলুদের অনুষ্ঠানের খবর ।
পরে তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এ বাল্য বিয়ে বন্ধ করতে অনুরোধ জানান। তারপরেও প্র বৃহস্পতিবার বিয়ের আয়োজন করা হয়।
পরে তিনি বাল্য বিয়ে বন্ধ করে দিয়ে বর পক্ষের জন্য তৈরি খাবার গুলো পাশ^বর্তী এতিম খানায় পাঠিয়ে দেন।