প্রেমিকার সাথে দেখা করতে এসে নোয়াখালী সুবর্ণচর উপজেলার চর আমান উল্যাহ ইউনিয়নের সাতাইশ দ্রোন গ্রামে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ মেম্বার বেলাল হোসেন সুমনের শারীরিক নির্যাতনে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের চর শুল্লুকিয়া গ্রামের মৃত আবদুল বারেকের পুত্র মোঃ নুর ইসলাম (৩০) মৃত্যুর অভিযোগ করেছে তার ছোট ভাই নুরুজ্জামান।
নিহতের ছোট ভাই নুরুজ্জামান ও এলাকাবাসী জানায়, মৃত নুর ইসলাম বুধবার সকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে তার প্রেমিকা পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্ব চরবাটা গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে মুসলিমা খাতুন (২২) এর সাথে দেখা করার উদ্দেশ্যে মুসলিমার বোনের বাড়িতে আসে।
উল্লেখ্য, মুসলিমার সাথে নুর ইসলামের দীর্ঘ দু’বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। সেখানে মুসলিমার ভগ্নিপতি নুর ইসলামের সাথে বসে চা খাওয়ার সময় আমান উল্যাহ ইউনিয়ন পরিষদের চৌকিদার আলাউদ্দিন বাবুল ঘরে ঢুকে নিহত হওয়া নুর ইসলামকে ইউনিয়ন পরিষদে যেতে বলে।
নুর ইসলাম যেতে না চাইলে চৌকিদার তাকে জোর করে নিতে চাইলে নুর ইসলাম কারণ জানতে চায়।
নুর ইসলাম প্রতিবাদ করলে চৌকিদার জানায়, ইউনিয়ন পরিষদের মেম্বার বেলাল হোসেন সুমন এর নির্দেশে আমি আপনাকে নিতে এসেছি। তখন নিহত নুর ইসলাম সকাল ১১ টায় চৌকিদারে সাথে আমান উল্যাহ ইউনিয়ন পরিষদ অফিসে যায়। ইউ.পি মেম্বার বেলাল হোসেন সুমন কোন কিছু বুঝে উঠার আগেই তাকে প্রচন্ড মারধর করে ইউ.পি অফিসে আটকে রাখে।
রাত ২ টার দিকে বেলাল হোসেন সুমন তার অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা টের পেয়ে তাকে তড়ি ঘড়ি করে চৌকিদার আলাউদ্দিনের মারফত চর জববার উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। বৃপস্পতিবার সকাল ৯ টায় নুর ইসলাম মারা যায়।
আমান উল্যাহ ইউপি চেয়ারম্যান এনায়েত উল্যাহ বাবুল জানায়, নুর ইসলাম ও মুসলিমার প্রেমের সম্পর্কের ব্যাপারে আমি অবহিত হয়েছি। মুত্যুর ব্যাপারে শুনেছি,তবে মেম্বারের নির্যাতনে মৃত্যু হলে ব্যবস্থা নেয়া হবে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি মেম্বার বেলাল হোসেন সুমন বলেন,‘‘ আমার নির্যাতনে কোন মৃত্যু হয়নি। লাশের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ত্ততি চলছে।
সুবর্ণচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন,‘‘ লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি হত্যা কিনা তদন্ত করা হচ্ছে। কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। করলে ব্যবস্থা নেয়া হবে
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/