ডেস্ক রিপোর্ট:: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. কাশেম মাঝি (৬০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার(২রা ডিসেম্বর) রাতে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় জমি নিয়ে বিরোধের জের ধরে উপজেলার চরজব্বার ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত কাশেম মাঝি চরজব্বার ৭নং ওয়ার্ড চরপানা উল্যা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। তিনি ইমান আলী বাজারের কাপড় ব্যবসায়ী ছিলেন।
এদিকে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে শফিক মিঝি (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি একই এলাকার ফজলের রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে কাশেম মাঝি ও শফিক মিঝির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় মসজিদের সামনে কাশেম মাঝির ছেলের সঙ্গে শফিক মিঝির বাকবিতণ্ডা হয়।