মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি ::
নোয়াখালী সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের উদ্যােগে সদস্যদের নামে জীবন বীমার চুক্তি শুভ উদ্ধোধন করা হয়েছে। ২৬ আগস্ট বিকেল ৪ টায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে অবস্থিত মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স অফিসে অনুষ্ঠানের আয়োজন করে নোয়াখালী সাংবাদিক কল্যাণ এসোসিয়েশন।
নোয়াখালী সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক নয়া পৃথিবীর সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৬ নং নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইয়াছিন আরাফাত, বিশেষ অতিথি ছিলেন, মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্সুরেন্স নোয়াখালী ডিভিশনাল ইনচার্জ মাওলানা মহি উদ্দিন, সার্ভিস সেন্টার ইনচার্জ মাওলানা আশরাফ উদ্দিন মাজেদ, নোয়াখালী সাংবাদিক কল্যাণ এসোসিয়েশনের সাধারন সম্পাদক রনু হাসানসহ সংগঠনের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন,  প্রতিটি মানুষের একটি করে বীমা করা উচিত, এতে করে একটি পরিবার সুরক্ষা পায়, বিপদের সময় বীমা কোম্পানী গুলো পাশে থাকবে,মৃত্যু পর পরিবারের সদস্যরা ঘুরে দাঁড়াতে পারে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here