মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত মো. তাওসিফ হোসেন রাহি (১৫) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাতের দিকে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এঘটনায় জামসেদ ও ইমন নামের অপর দুইজন আহত হয়।
নিহত মো. তাওসিফ হোসেন রাহি উপজেলার চরবাটা ইউনিয়নের চরবাটা আইডিয়াল মডেল দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্র। সে একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরবাটা গ্রামের তালতলী এলাকার হাফেজ দিদারের ছোট ছেলে।
পুলিশের ভাষ্যমতে, বিকেল সাড়ে ৫টার দিকে বাবার মোটর সাইকেল নিয়ে দুইবন্ধুসহ স্থানীয় চরবাটা বাজারের পাশে এক বন্ধুর বাড়িতে দেখা করতে যাওয়ার সময় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটো রিকসার পিছনে ধাক্কা দিয়ে সড়কের বাহিরে ছিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেয়া হয়।। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে রাহি মারা যায়। অপর দুইজন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নোয়াখালী সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক মো.আনোয়ারুল আজিম বলেন, সড়ক দুর্ঘটনায় রাহির মাথাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। হাসপাতালের বেডে আনার পরে সে মারা যায়।
চরবাটা আইডিয়াল মডেল দাখিল মাদরাসার প্রধান মাওলানা খোবায়েব বলেন,তাওসিফ হোসেনের মৃত্যু সংবাদে শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবকসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ন কবির বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোন মামলা হয়নি।