মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি :: 
 
নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে নাঈমা সুলতানা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে রাবটার দিকে উপজেলার চরক্লার্র্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শিশু নাঈমা সুলতানা চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারী মার্কেট সংলগ্ন শেকান্তর হোসেনের বাড়ির শেকান্তর হোসেনের মেয়ে।
সে স্থানীয় চরক্লার্ক ৭ নাম্বার ওয়ার্ডের নানার বাড়িতে বেড়াতে আসে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নাঈমা সুলতানার বড় বোন নুসরাত সুলতানার স্কুল পূজোর বন্ধে সুযোগে একই ইউনিয়নের ৭ নংম্বর ওয়ার্ডে নানার বাড়িতে বেড়াতে আসে। বাড়ির উঠনে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পুকুরে গিয়ে পড়ে। এরপর তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের কাছে প্রেরণ করলে চিকিৎস তাঁকে মৃত ঘোষণা করেন।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার ডিপটি বলেন, শেকান্তরের দুই মেয়ে এর মধ্যে পানিতে পড়ে ছোট মেয়ে নাঈমা মারা যান। ঘটনাস্থলে ইউপি চকিদার পাঠানো হয়েছে। থানা-পুলিশকে অবহিত করা হয়েছে ,পরবর্তীতে ব্যবস্থা নেব।
সুবর্ণচর ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো.মিজানুর রহমান জানান, তাঁকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। হাসপাতালে আনার আগে সে মারা গেছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here