মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::
“স্মার্ট বাংলাদেশর প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই স্লোগান নিয়ে নোয়াখালীর সুবর্ণচরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাজ সেবা কর্মকর্তা মো নুরুন নবীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম তালুকদার , উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি উপজেলা দলনেতা মোঃ আবদুর রব মিয়া, সুবর্ণচর উপজেলা প্রেসক্লাব সভাপতি বাবু লিটন চন্দ্র দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রেডক্রিসেন্ট সদস্য ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।।
শুরুতে এক র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভায় অতিথিরা দুর্যোগের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।