মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::

নোয়াখালীর সুবর্ণচরে ভ্রাম্যমান আদালতে অভিযান চালিয়ে আলিফ ব্রিকস্ নামের একটি ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র ছাড়া এবং মাটি ব্যবহার করার অপরাধে এ জরিমানা করা হয়। এসময় ইটভাটার মালিককে না পেয়ে ইটভাটার ব্যবস্থাপককে আটক করে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা। ইটভাটটির নাম আলিফ ব্রিকস্ । মালিক প্রবাসী মো. মাসুদ।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিহির লাল বলেন, ইটভাটা গুলোর লাইসেন্স ও পরিবেশের ছাড়পত্র নেই। এ ছাড়া কৃষি জমির মাটি ব্যবহার করে কার্যক্রম পরিচালনার করছে। এসব অপরাধে জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অশোক বিক্রম চাকমা বলেন, লাইসেন্স ব্যতীত ইট তৈরি, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, ভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে আলিফ ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এ অভিযান  অব্যাহত থাকবে। ইটভাটাটির কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি নিয়মিত মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here