ডেস্ক রিপোর্ট:: দীর্ঘদিন ধরে ব্রিজ না থাকায় সাঁকো পার হয়ে মাদরাসায় যেতে হতো শিক্ষার্থীদের। আর এতে প্রায় ঘটতো দুর্ঘটনা। শিক্ষার্থী ও এলাকাবাসীর দুর্ভোগ কমাতে নোয়াখালীর সোনাইমুড়ীতে ৩টি নবনির্মিত সংযোগ ব্রিজ উদ্বোধন করা হয়েছে। এতে মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমবে।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জয়াগ ইউনিয়নে ৭৯ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে জয়াগ রশিদিয়া আলিম মাদরাসার ব্রিজ, ৬৫ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে আমকি মহিলা আলিম মাদরাসা ব্রিজ ও ৬৭ লাখ টাকা ব্যয়ে আমকি মিয়া বাড়ি সংলগ্ন ব্রিজ নির্মিত হয়। এসব ব্রিজ উদ্বোধন করেন নোয়াখালী-১ (চাটখিল সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
আমকি মহিলা আলিম মাদরাসার শিক্ষার্থী তাহমিনা খাতুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ব্রিজ টা দিয়েছেন তাতে আমরা অনেক উপকৃত হয়েছি। এখানে মোট তিন টা ব্রিজ হওয়ায় সবারই উপকার হয়েছে। যখন ব্রিজ ভাঙা ছিল তখন আমাদের যাতায়াতে অসুবিধা হতো। নিয়মিত মাদরাসায় যেতে পারতাম না। ব্রিজ পেয়ে আমরা অনেক খুশি।
বিলকিস আক্তার বৃষ্টি নামের আরেক শিক্ষার্থী বলেন, সাঁকো দিয়ে মাদরাসায় যেতে পারতাম না, ব্রিজ হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। যখন ব্রিজ ছিল না তখন আমাদের খুবই কষ্ট হতো। ব্রিজ হয়ে আমাদের অনেক উপকার হয়েছে। এখন ব্রিজ দিয়ে আমরা সহজেই মাদরাসায় যেতে পারবো।
জয়াগ ইউনিয়নের চেয়ারম্যান শওকত আকবর বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এই তিনটি ব্রিজ নির্মাণ হয়েছে। ব্রিজগুলোর ফলে এলাকাবাসীর দীর্ঘ দিনের কষ্ট লাগব হলো। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর কষ্ট লাগব হলো। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।
এ বিষয়ে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম বলেন, শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে আমি এখানে দায়িত্ব পালন করছি এবং এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো। তিনটি ব্রিজই খুবই জনগুরুত্বপূর্ণ ছিল। যা বিশাল দুইটি মাদরাসার সহস্রাধিক শিক্ষার্থীর উপকারে এসেছে। পাশাপাশি এলাকার মানুষের উপকারেও এসেছে। আগামীতেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।