নোয়াখালী প্রতিনিধি ::
বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা মিশন ত্বরান্বিত করার লক্ষে নোয়াখালী জেলা প্রশাসক কর্তৃক অনুমোদিত দুই মাসব্যাপী “পোশাক তৈরীর প্রশিক্ষণ” এর সমাপ্তি ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজের হল রুমে  এই সনদ বিতরণ করা হয়। 
নোয়াখালী মহিলা সংস্থার আয়োজনে কলেজের অধ্যক্ষ আজমির হোসেনের সভাপতিত্বে প্রকল্প পরিচালক ও বাংলাদেশ প্রেসক্লাবের চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারী সিনিয়র সাংবাদিক কামাল চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার ১নং হরণী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হরনী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন, ইউপি সদস্য আশরাফ আহমেদ,  যুবলীগের সহ-সভাপতি আবদুল করিম, আদর্শ গ্রাম হাই স্কুলের প্রধান শিক্ষক রহমত উল্লাহ বোরহান, মোহাম্মদ আলী কলেজের প্রভাষক মোস্তফা আজিম, সাংবাদিক মুজাহিদুল ইসলাম সোহেল, উক্ত প্রশিক্ষণ প্রকল্পের উপদেষ্ঠা সাহাব উদ্দিন মহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রশিক্ষণার্থীরা।
 অনুষ্ঠান শেষে ৪৫ জন নারী  প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট তুলে দেন ।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here