মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি ::
নোয়াখালীর সদর উপজেলার ট্রাক চাপায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। নিহত মাজাহারুল হক (৩৮) উপজেলার বদরীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।  
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালীর ইউনিয়নের মান্নান নগর বাজার দক্ষিণে খলিল মিয়ার দরজায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মান্নান নগর বাজার এলাকা থেকে মোটরসাইকেল চালিয়ে সোনাপুর যাচ্ছিলেন মাজারুল হক। যাত্রা পথে মোটরসাইকেলটি নোয়াখালী ইউনিয়নের মান্নান নগর বাজার দক্ষিণে খলিল মিয়ার দরজায় পৌঁছলে দুটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুবর্ণচরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয় মোটরসাইকেল চালক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো.কামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।  তিনি বলেন,তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।  ট্রাকটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা আছে।  পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here