বৃহস্পতিবার নেত্রকোনা ট্র্যাজেডি দিবস। ২০০৫ সালের এই দিনে নিষিদ্ধ ঘোষিত জেএমবি আত্মঘাতি সদস্যদের এক ভয়াবহ বোমা হামলায় ৮ জন মর্মান্তিক ভাবে জেলা উদীচীর যুগ্ম সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদিপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাস, রানী আক্তার, জয়নাল, আপ্তাব উদ্দিন, রইছ মিয়া প্রাণ হারান। নিহতের স্বরণে নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদযাপন কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার পাঁচ মিনিট স্তব্ধ থাকবে নেত্রকোনা জেলা শহর। সকাল ১০ টা ৪০ মিনিট থেকে ৫ মিনিট জেলা শহরের সকল স্তরের মানুষ রাস্তায় নেমে আসবে। যে যেখানে থাকবে সেখানে দাড়িয়ে শহীদদের স্বরণে পাঁচ মিনিট নিরবতা পালন করবে। দোকান পাঠ বন্ধ থাকবে, রাস্তায় কোন যান বাহন চলাচল করবে না। এছাড়া সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মিছিল বের হবে। জেলা শহরের উদীচী কার্যালয়ের সামনে সকাল ১১টায় কালো পাতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও পুষ্প স্তবক অর্পন, দুপুরে শহীদদের কবর জিয়ারত, শ্বশ্মানে স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন ও শহীদ পরিবারবর্গের সঙ্গে সাক্ষাৎ, বিকেলে নেত্রকোনা কেন্দ্রীয় শহীদ মিনারে মৌলবাদ ও সামপ্রদায়িকতা বিরোধ সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। রাতে একই স্থানে বোমা হামলায় নিহত হায়দার ও শেলী অভিনীত টেলিফিল্ম “একাত্তরের ক্ষুদিরাম” প্রদর্শিত হবে। স্থানীয় এ মুভিতে হায়দার শেলী অভিনীত গীতি নাঠ্য সোনাই মাধব প্রদর্শিত হবে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/বিজয় দাস/নেত্রকোনা