কৃষকের নিবিড় পরিচর্যা, উন্নত জাতের বীজ ব্যবহার ও অনুকুল আবহাওয়া থাকার ফলে নেত্রকোনা জেলায় এ বছর সরিষার বাম্পার ফলন হয়েছে।

জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, চলতি সরিষা মওসুমে নেত্রকোনা জেলায় সরিষা আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করা হয় ৩ হাজার ৩শ’ ৩৪ হেক্টর। শেষ পর্যনত্ম সরিষার আবাদ হয়েছে প্রায় ৪ হাজার হেক্টর। কৃষি সম্প্রসারণ বিভাগের শস্য বিশেষজ্ঞ ফজলুর রহমান জানান, নেত্রকোনা জেলার মাটি সরিষা চাষের জন্য খুবই উপযোগী। জেলার বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদেও সাথে আলাপ করে জানা যায়, অনুকুল আবহাওয়া ও উন্নত জাতের বীজ ব্যবহারের ফলে এ বছর জেলার দুর্গাপুর, পূর্বধলা, কলমাকান্দা, কেন্দুয়া ও বারহাট্টা উপজেলায় সরিষার ভাল ফলন হয়েছে। তবে তাদের অভিযোগ, কিছু কিছু এলাকায় পোকার আক্রমণ দেখা দেয়ার পরও সময়মতো কৃষি কর্মকর্তাদের পরামর্শের অভাবে ফলন কম হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, উৎপাদিত সরিষার ন্যায্য মূল্য পেলে এ অঞ্চলের কৃষকরা আগামীতে আরও বেশী সরিষা চাষে আগ্রহী হয়ে উঠবে।

দুর্গাপুর উপজেলার বালিচাঁন্দা গ্রামের কৃষক নাজিম উদ্দিন বলেন, আমাদের এলাকায় প্রচুর জমি আছে যেগুলোতে তেমন ধান হয় না, এসব জমিতে আমরা প্রতি বছরই সরিষা করে থাকি। ফলনও ভালই হয়ে থাকে। এবার আমি দুই একর জমিতে সরিষা করেছি এবং ভাল ফলন হয়েছে। একই গ্রামের মজিদ মিয়া বলেন, সরিষার ফলন ভাল হয়েছে। বাজারে উপযুক্ত দাম পাব কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি। কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ী গ্রামের তারা মিয়া বলেন, প্রতিবছরের মতো এবারও ৩০ কাটা জমিতে সরিষা আবাদ করেছি। এখন তুলতেছি, সরিষার দানা বেশ বড়ই হয়েছে। কিন্তু বাজারে বিক্রি করতে গেলে উপযুক্ত মূল্য পাওয়া যায় না।

কৃষি বিশেষজ্ঞদের ধারণা, স্থানীয় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা এবং সরিষার ন্যায্য মূল্য পেলে এ অঞ্চলের কৃষকরা ধান চাষের পাশাপাশি সরিষা চাষে আরো বেশী এগিয়ে আসবে।

নেত্রকোনা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী নূরুল ইসলাম জানান, বিএডিসি’র মাধ্যমে উন্নত জাতের বীজ সরবরাহ ও আবহাওয়া অনুকুলে থাকায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষার আবাদ হয়েছে। কৃষকরা যাতে সরিষা চাষে আগ্রহী হয় এবং সরিষার ফলন যাতে আরও বৃদ্ধি পায় এ জন্য বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। (ছবি-সংযুক্ত)

ইউনাইটেড নু্জি ২৪ ডট কম/বিজয় চন্দ্র দাস/নেত্রকোনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here