নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলীগাতি ইউনিয়নের কাচারপুর গ্রামে শনিবার ভোর রাতে ও রোববার ২ ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার কাচারপুর গ্রামের রতন মিয়া (৩৫) শনিবার ভোর রাতে বাড়ির পিছনে গাছে ঝুলে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। একই গ্রামের আবুল কালাম নামে অপর এক ব্যক্তি রোববার ভোরে বাড়ির পাশে গাছের ডালে রাশ দিয়ে ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসাইন জানান, উভয়ের লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

বিজয় চন্দ্র দাস, নেত্রকোনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here