নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের সিধলী বাজারে শুক্রবার সন্ধ্যায় এলাকায় প্রভাব বিস্তরকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পড়্গের অনত্মত ১৫জন আহত হয়েছে। গুরুতর আহত ডালিম মিয়া, সম্রাট ও বিপ্লবকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার কলমাকান্দার বিষমপুর কান্দাপাড়া গ্রামের সাইফুল ইসলামের সাথে জেলার বারহাট্টা উপজেলার দুধকুড়া গ্রামের ডালিমের এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলে সিধলী বাজারে সাইফুলের পক্ষ হয়ে সুলতান মিয়া দুধকুড়া গ্রামের জনৈক মাছ বিক্রেতার কাছে অতিরিক্ত খাজনা দাবি করে। ডালিম এর প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে সাইফুলের লোকজন ডালিমের ওপর চড়াও হয় এবং মারধর করে। পরে সিধলী বাজার বনিক সমিতির সভাপতি আবদুল হাই তালুকদারের ঘরে সালিশের আয়োজন করা হয়। সালিশে বসার আগেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ডালিম মিয়া, সম্রাট মিয়া, হায়দার আলী খান, সাইফুল ইসলাম আকন্দ, সজল সরকারসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সিধলী তদন্ত কেন্দ্রের আই.সি শাজাহান মোল্লা জনান, তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  সিধলী বাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

ইউনাইটেডনিউজ ২৪ ডট কম/বিজয় দাস.নেত্রকোনা

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here