নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে ‘ব্যবসায়ী ঐক্য পরিষদের’ প্যানেল পরিচিতি অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আতাউর রহমান মুকুল।

অনুষ্ঠানে চেম্বারের বর্তমান সভাপতি প্রকৌশলী সফিকুল আলম ডাবলুর নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদের ১৭জনকে পরিচয় করে দেন প্রকৌশলী সফিকুল আলম ডাবলু।

বক্তব্য দেন সাবেক সভাপতি মারুফ জামান কোয়েল, সোহেল পারভেজ, ইকু ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ইরফান আলম, সামী ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী আকতার হোসেন স্বপন বক্তব্য দেন।

প্রকৌশলী সফিকুল আলম ডাবলু বলেন, আগামী ৯মার্চ শনিবার ব্যবসায়ী ঐক্য পরিষদের জয় হবে। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা নিবেদিত থাকবো। অনেক পরিকল্পনা রয়েছে, সেগুলো বাস্তবায়ন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here