নূর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীতে ২১লাখ ১হাজার ১৩৫টি বই বিতরণ করা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের। এরমধ্যে প্রাথমিকে ১৮লাখ ১ হাজার ৩৩৫টি এবং মাধ্যমিকে ৩লাখ বই রয়েছে।

সোমবার সকালে নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় ও মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক রশিদা খাতুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক উপস্থিত ছিলেন।

এদিকে শহরের নীলসাগর ক্যাডেট একাডেমিতে সাত’শ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ আফজালুল হক।

এ সময় নীলসাগর ক্যাডেট একাডেমিকর উপাধ্যক্ষ আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here