নীলফামারীর ডোমারে সড়ক দূর্ঘটনায় এক জনের মৃত্যু সহ অন্তত চারজন মারাত্মক আহত হয়েছেন। মঙ্গলবার রাতে ডোমার পৌরহাট এলাকায় মটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্ঘটনায় মটর সাইকেল চালক ফারুক হোসেন (২৫) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়াও মারাত্মক আহত হন রেশমা বেগম (২০), রবিউল হক (২২), রশিদুল হক (৩০) এবং বাবুল ইসলাম (৩৫)। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ফারুক উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা গ্রামের মহসিন আলী মন্টুর পুত্র।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নুর আলম/নীলফামারী