নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
‘মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান’ প্রতিপাদ্যে নীলফামারীতে মাদক দ্রব্যেরঅপব্যবহার ও অবৈধ পাঁচার বিরোধী আন্তজার্তিক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসুচির আয়োজন করা হয়।
রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে এসব কর্মসুচির আয়োজন করা হয়।
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) ফারুক আল মাসুদ।
বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান ও নীলফামারী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম।
বক্তারা উল্লেখ করেন মাদকের বাবা হচ্ছে তামাক। তামাক থেকে শুরু হয় নেশার। ধীরে ধীরে মাদক দ্রব্যের প্রতি আসক্তি বাড়তে থাকে। এজন্য তামাক পরিহার করতে হবে। পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে এই মাদকের বিরুদ্ধে।
অনুষ্ঠানে রচণা ও চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৮জনের মাঝে ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করেন অতিথিগণ।
এরআগে বর্নাঢ্য এক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারী বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীগণ অংশ গ্রহণ করেন।