ভয়াবহ এক অগ্নিকান্ডে পাঁচ লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে। শনিবার সন্ধায় সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়া এলাকায় ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরিকল্পিতভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক সাইফুল ইসলাম। শনিবার অগ্নিকান্ডের সময় বাড়িতে কেউ না থাকার সুবাদে প্রতিবেশী জাকির হোসেনের পুত্র আব্দুল আজিজ কামাল, আব্দুল বারী, জসিম উদ্দিন, জামাল উদ্দিন ও কামাল হোসেনের পুত্র সফিউল ইসলাম ও সাইফুল ইসলাম পেট্রোল এনে আগুন ধরিয়ে দেয় বলে জানান বাড়ির মালিক সাইফুল ইসলামের স্ত্রী রঞ্জনা বেগম। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ইউপি সদস্য আব্দুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়ে বলেন, মসজিদের কমিটি নিয়ে সাইফুল ইসলামের পরিবারের সাথে আব্দুল আজিজদের বিরোধ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছেন বাড়ির মালিক সাইফুল ইসলাম।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/নুর আলম/নীলফামারী