নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::

নীলফামারীতে দেড় হাজার মিটার জাল উদ্ধার করে ভষ্মিভুত করা হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। গতকাল বিকেলে জেলা শহরের কালিতলা বাসটার্মিনাল এলাকায় এসব জাল পুড়ে ফেলা হয়। এরআগে তিস্তা সেচ ক্যানেল থেকে ১২টি চায়না রিং জাল, ৩টি কারেন্ট জাল ও ১টি আড়াআড়ি বাঁধ দেওয়া মশারি জাল জব্দ করা হয়। উদ্ধার হওয়া জালের মুল্য ৬২হাজার টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, সহকারী মৎস্য কর্মকর্তা খগেন্দ্র নাথ রায় ও নীলফামারী থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শ রুবেল হোসেন উপস্থিত ছিলেন।

এ সময় সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম বলেন, এসব জাল দিয়ে মাছ শিকার আইনত অপরাধ। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করা জাল জনসম্মুখে পুড়ে ফেলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here