নুর আলম, নীলফামারী প্রতিনিধি ::
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আয়োজনে মহান বিজয় দিবস ও জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থান উপলক্ষে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকণ, কুইজ ও ছোট গল্প লিখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগীতা শেষে সোমবার সন্ধ্যায় নীলফামারী কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত তিন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোর্শেদ আলম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা
জামায়াতের কর্মপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক জবা ও
জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ বক্তব্য দেন।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, রেদওয়ান ইসলাম, গোলাম
আযম, খায়রুজ্জামান বাবু, কুরবান আলী, আফিয়া জাহিম মিম্মা উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ জানান, অনুষ্ঠানে তিন গ্রুপে বিজয়ী ৯জন ছাড়াও অংশ নেয়া সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার এবং তিনজন বীর মুক্তিযোদ্ধা ও আমন্ত্রিত অতিথিগণকে সম্মাননা প্রদান করা হয়।
এরআগে দুপুর থেকে ‘ক’ গ্রুপে ১ম থেকে ৩য় শ্রেণি, ‘খ’ গ্রুপে ৪র্থ থেকে ৭ম শ্রেণি ও ‘গ’ গ্রুপে ৮ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশ নেয়।